কুমিল্লা প্রতিনিধি:
সাবেক কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর ২২তম মৃত্যু বার্ষিকী আজ বৃহষ্পতিবার পালিত হয়েছে । ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারী কামাল উদ্দিন চৌধুরী তৎকালীণ কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান থাকাকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষ্যে কুমিল্লায় কামাল চৌধুরী স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৩টায় মরহুমের টমসমব্রীজস্থ কবরস্থানে কবর জিয়ারত,কবরে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লায় জেলা বিএনপি নেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লার সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কল্যাণ পার্টি র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাহিদুর রহমান তামান্না, কামাল চৌধুরী স্মৃতি সংসদের সদস্য সচিব সাংবাদিক ওমর ফারুকী তাপস, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন, যুবদল নেতা সাজ্জাদ হোসেন ও সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর শারিদ বিধান ।
জিয়ারত ও দোয়া পরিচালনা করেন নিউহোষ্টেল মসজিদের ইমাম।