কুমিল্লা প্রতিনিধি।।
প্রানী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে ক্যাটস হোম বিড়ালের বাড়ি ও বিড়াল সমাচার, কুমিল্লার আয়োজনে কুমিল্লায় বিড়াল প্রেমীদের নিয়ে ইফতার মাহফিল অসুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নগরীর একটি রেস্টুডেন্টে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ক্যাটস হোম বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেট শেখ ইসমাইল আহমেদ, ভেট হাসিবুর রহমান সাফা, ক্যাটস হোম বিড়ালের বাড়ি এর যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম ইমরুল, মোঃ আনোয়ার হোসাইন, শিহাব মাহমুদ, সদস্য সচিব লাকী রহমান, সদস্য এমদাদুল হক আখন্দ, বিড়াল সমাচার, কুমিল্লা গ্রুপের এডমিন জাবেদ কাউছার রাজন, শায়লা শিলা, ফারহান তানিন হীরা, সাংবাদিক আরিফুর রহমান মজুমদার, জহিরুল হক বাবু, মাইনুল হক স্বপন, প্রানী প্রেমী মির্জা আশরাফ, মেহেক তাইহান, পিয়াস খান, লুবাইনা তাহিয়াত, জান্নাতুল প্রীতি, তানিয়া তানহা বৃষ্টি, ইমন হোসেন, জাহানারা আক্তার নিশি, ইমরান হোসেন, লামিয়া বীথি, আতিক রহমান আশিকসহ আরো অনেকে।