মোঃকামাল পারভেজ ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপির পক্ষে ২১ তম রোজার ইফতার বিতরণ করলেন কাওরাইদ ইউনিয়ন আওয়ামিলীগ, সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দগান ও কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড আব্দুল আজিজুল হক।
শ্রীপুর উপজেলা কাওরাইদ বাজার আওয়ামী লীগের দলিয় অফিস থেকে দিন শেষ বিকেলে ইফতারের পুর্ব মুহুর্তে পথচারী ও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
সোমবার ( ১ এপ্রিল) বিকেলে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড আব্দুল আজিজুল হক জানান, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসির পক্ষ থেকে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
আর এ আয়োজন করছেন কাওরাইদ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দগান । প্রধানমন্ত্রী শেখ হাছিনার সিদ্ধান্ত মোতাবেক এবং প্রতিমন্ত্রী টুসী আপার নির্দেশক্রমে এই ইফতার বিতরণের এ কর্মসূচি পালন ও বিতরন করা হয়েছে।
এসময় উপস্হিতি ছিলেন, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড আব্দুল আজিজুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কাজিম উদ্দিন প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মাস্টার, ও কাওরাইদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কামাল পারভেজ সহ ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগ, ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেত্রী বৃন্দগান।