February 18, 2025, 10:00 pm
ব্রেকিং নিউজ
কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় যা বললেন ডিসিরা ‘স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই’ ডিসি সম্মেলন শুরু কাল, উঠছে ৩৫৪ প্রস্তাব বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বিশ্ব ইজতেমায় ৪৯ দেশের ১৪শ বিদেশি মেহমান জবি বৈষম্যবিরোধী কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে নেতাদের পদত্যাগ ইজ‌তেমায় লা‌খো মুস‌ল্লির জুমার নামাজ আদায় ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ভোজ্যতেলের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা শবেবরাতের আমল ও করণীয় স্বর্ণের দাম বাংলাদেশে ইতিহাস গড়ল সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল হজযাত্রায় এজেন্সির গাফলতি থাকলে লাইসেন্স বাতিল: ধর্ম উপদেষ্টা সারা দেশে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড পাঠিয়েছে টিসিবি মোজাম্মেলের বাড়ি ভাঙচুর, গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলায় আহত ১৫ আজ থেকে বাংলাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রিয় দেশের স্বাধীনতা সবাই মেনে নিয়েছে: জামায়াতের আমির বিবিসি বাংলার কাছে ক্ষমা চাইলেন প্রেস সচিব

ইসরাইলকে ১৭৬০ কোটি ডলার সহায়তার বিল বাতিল

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, February 7, 2024
  • 84 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :
মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ইসরাইলকে ১৭৬০ কোটি ডলার সহায়তা দেওয়ার বিল বাতিল করে দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবারের অধিবেশনে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টি এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করলে ভোটের পর তা বাতিল হয়ে যায়।

বিলটি পাশের জন্য হাউস অব রিপ্রেজেনটেটিভসে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। ২৫০ জন সদস্য এই বিলের বিপক্ষে ভোট দেন এবং পক্ষে ভোট দেন ১৮০ জন সদস্য। পক্ষে-বিপক্ষে ভোট দেওয়া সদস্যদের মধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রতিনিধিই ছিলেন। ১৪ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে এই বিল সমর্থন করেছেন ৪৬ জন ডেমোক্র্যাট।

ডেমোক্র্যাটরা বলেছেন, তারা শুধু ইসরাইলকে নয় বরং, আরও বড় ব্যাপ্তিতে সহায়তার প্রস্তাব চায়- যার অধীনে ইউক্রেন, আন্তর্জাতিক মানবিক তহবিল এবং সীমান্ত নিরাপত্তার জন্যও অর্থ বরাদ্দ করা হবে।

মার্কিন হাউসের স্পিকার মাইক জনসন অবশ্য আগেই এই সহায়তা বিল প্রত্যাখ্যান করেছেন। গত রোববার তিনি বলেছিলেন, সীমান্ত নিরাপত্তা এবং ইউক্রেনকে সাহায্য নিয়ে নতুন করে উন্মোচিত বিলটি রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠ হাউস অব রিপ্রেজেনটেটিভসে পৌঁছলেই তা খারিজ হয়ে যাবে। সিনেটে গতকাল রিপাবলিকান নেতারা বলেন, বিলটি পাশ হওয়ার জন্য পর্যাপ্ত ভোট পাবে বলে তারা মনে করেন না।

হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রোজা ডেলাউরো তার প্রতিক্রিয়ায় বলেন, এই মুহূর্তে শুধু ইসরাইলকে আর্থিক সহায়তা দেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের অনেক মিত্র-অংশীদারদের কাছে দেশটির নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটে আনা বিলকে সমর্থন করেছিলেন, যেখানে সীমান্তে নিরাপত্তা জোরদারসহ ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা দেওয়ার কথা ছিল। তবে শুধু ইসরাইলকে সহায়তা দেওয়ার প্রস্তাবে তিনি ভেটো দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ইসরাইলকে সহায়তা দেওয়ার এ প্রস্তাবের পক্ষে বলেন রিপাবলিকান ডিফেন্স অ্যাপ্রোপ্রিয়েশন সাব-কমিটির চেয়ারম্যান এবং রিপাবলিকান সদস্য কেন ক্যালভার্ট।

তিনি বলেন, এ বিলটি কেবলমাত্র এই অঞ্চলে আমাদের নিকটতম মিত্র এবং আমাদের নিজস্ব সামরিক বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করত।

কয়েকজন ডেমোক্র্যাট সদস্য ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদানে ব্যর্থতার জন্যও এ প্রস্তাবকে দায়ী করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ইসরাইলের চলমান গণহত্যায় অন্তত ২৭,৫৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আশপাশের এলাকায় আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102