আন্তর্জাতিক ডেস্ক:ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান ইরান নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন তাকে প্রশ্ন করা হয়, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, এমন কোন গোয়েন্দা তথ্য তার কাছে আছে কি না, অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে তাদের কাছে এমন কোন প্রমাণ নেই।
ট্রাম্প জবাব দেন, ‘তা হলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। গোয়েন্দা সংস্থায় কে এটা বলেছে?’ সাংবাদিক বলেন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড। ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, ‘সে ভুল বলেছে।’
গত মার্চ মাসে গ্যাবার্ড কংগ্রেসকে বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান ২০০৩ সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি। যদিও তখন ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি উপাদান, সর্বোচ্চ পর্যায়ে ছিল।
সর্বশেষ গতকাল তুলসি গ্যাবার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।