কুমিল্লা প্রতিনিধি:
হজ্ব ও উমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আল-আরাফা হজ্ব কাফেলা কুমিল্লা জেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকালে কান্দিরপাড় সিটি মার্কেটের দ্বিতীয় তলায় আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সপ্তম শাখা অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলোচনা করেন কান্দিরপাড় কেন্দ্রীয় কান্দিরপাড় জামে মসজিদের ইমাম-খতিব ও আল-আরাফাহ হজ্ব কাফেলার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইব্রাহিম আল কাদেরী, হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা কাজী মুফতি মাজারুল ইসলাম, কান্দিরপাড় শাখার ব্যবস্থাপনা পরিচালক মুকিত বিন হেলাল, ধর্মপুর পূর্ব চৌমুহনী জামে মসজিদের সহ-সভাপতি আবদুল ওয়াদুদ, চৌয়ারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল আমিন পাটোয়ারী, শাহে মদিনা হজ্ব কাফেলার চেয়ারম্যান বেলাল হোসেন চিশতী, কুমিল্লা ইসলামীয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম আকবরী প্রমুখ।
ধর্মপুর পূর্ব চৌমুহনী রেলওয়ে জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু ইসহাকের সঞ্চালনায় মিলাদ পরিচালনা করেন হযরত মাওলানা আবদুল কুদ্দুস।
আলোচকরা হজ কাফেলার সাফল্য কামনা করে, সেবার ব্রত নিয়ে কার্যক্রম পরিচালনা করার আহবান জানান।
আল-আরাফাহ হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা কাজী মুফতি মাজারুল ইসলাম ও কান্দিরপাড় শাখার ব্যবস্থাপনা পরিচালক মুকিত বিন হেলাল বলেন, আমরা মূলত সেবা ও ছওয়াবের নিয়তে হজ কাফেলা খুলেছি। মানুষকে সুষ্ঠুভাবে হজ পালনে সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। দীর্ঘদিন যাবৎ “আল-আরাফা হজ্ব কাফেলা” সুনামের সহিত হজ যাত্রীদের নিয়ে মক্কা-মদিনায় গমন এবং যাবতীয় কার্যক্রমে সহযোগিতা করে আসছে।