ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে
প্রবাসে কর্মব্যস্ততায় বিনোদনমূলক অনুষ্ঠান দেখার মতো তেমন সুযোগ হয় না। তারপরও বিভিন্ন সংগঠন বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যের নানারকম বিনোদনমূলক অনুষ্ঠান করে থাকে। এর কারণ হলো বিদেশের মাটিতে নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি সম্পর্কে জানান দেওয়া। গত শনিবার (১ অক্টোবর) আজমান লেডিস অ্যাসোসিয়েশন উম আল মোমেনিন হলরুমে "স্যাটারডে নাইট সু" নামে একটি জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের আয়োজন করে দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীরসহ একঝাঁক সংস্কৃতিমনা তরুণ-তরুণী।
অনুষ্ঠানে মনমাতানো বাংলার সংস্কৃতি ঐতিহ্যের গান, নৃত্য, ম্যাজিক, দেশাত্মবোধক এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পী জেমস, আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করা হয়।