আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রবিবার (১৬ ফ্রেব্রয়ারি) দুপুর ১২ ঘটিকায় পরিদর্শন করেন আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি শ্রেণি কার্যক্রম,ফলাফল,শিক্ষক- শিক্ষার্থীর হাজিরা খাতাসহ সব ধরণের নথি,শ্রেণি কক্ষ, স্যানিটেশন ইত্যাদি বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম ছাত্রছাত্রীদের সংখ্যাবৃদ্ধি,খেলার মাঠ সংষ্কার ও গুনগত শিক্ষা বিস্তারে শিক্ষকদের আন্তরিকতার সহিত শিক্ষাদানের পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিনহাজ উদ্দিন মিঠু, হাটকালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, সহকারী শিক্ষক মুক্তি রাণী,রোকনুজ্জামান, রায়হানা ইয়াসমিন,আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।