আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষক দলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৭ জুলাই) সকাল ১০টায় সমসপাড়া কলেজে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট।
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে.এম. আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মান্নান, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান রিপন ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম সুমন, বিশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুস্তম আলী, বিশা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলামসহ ইউনিয়ন কৃষক দল, বিএনপি, যুবদল, শ্রমিকদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।