আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি:
ছিন্নমূল শিশু কিশোরদের পুনর্বাসন তথা তাদের জীবনমান উন্নত করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে নওগাঁর আত্রাইয়ে ছায়াপথ সংগঠনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পথশিশু দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার বেলা ১২টার দিকে ছায়াপথ সংগঠনের পক্ষ থেকে উপজেলার গান্ধী চত্বরে কেক কেটে ও দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে পথশিশু দিবস উদযাপনের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছায়াপথ সংগঠনের প্রতিষ্ঠাতা ডাঃ আশিস সরকার, উপদেষ্টা প্রভাষক মোয়াজ্জেম হোসেন মিঠু, ডাঃ আতাউল হক, উদ্যোক্তা আমানুল্লাহ্ ফারুক বাচ্চু, শিক্ষক রিমন মোর্শেদ, তারেক, আয়েশা, নাবিক, সাজু প্রমূখ।