আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধিঃ “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশনের সহায়তায় নওগঁার আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
শনিবার ( ৮ মার্চ) সকাল ১০ টায় সরকারের বিভিন্ন দফতরের অফিসার, স্কুল- কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধির অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
উপজেলা সহকারী নির্বাচন অফিসার এমরান হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প বিষয়ক সমন্বয়কারী আবু হেনা ফিরোজ, শিক্ষার্থী রাত্রি, সুমাইয়া, তাবাসসুম প্রমুখ।