বিশেষ প্রতিবেদক:
আজ ১৪ মে নিউজার্সির প্যাটারসন সিটির ওয়ার্ডের কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।বাংলাদেশি-আমেরিকান নাগরিকদের ভোট কেন্দ্রে উসবৎ আমেজ দেখা গেছে। ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নিবাচর করছেন বাংলাদেশি-আমেরিকান নাগরিক আহেয়া খান এবং শাহীন খালিক। দুই জনে জনপ্রিয়তা শীর্ষে রয়েছেন বলে জানা য়ায়। তবে ২নং ওয়ার্ডে কাউন্সিল নির্বাচন করছেন ৩ জন।
কাউন্সিলম্যান শাহীন খালিকের জন্ম বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া গ্রামে। তিনি ১৯৯০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে এসে নিউজার্সির প্যাটারসনে স্থায়ীভাবে বসবাস করছেন। অপর দিকে এই নির্বাচনে প্যাটারসন সিটির ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলম্যান আক্তারুজ্জামান ফয়সল এবং কাউন্সিলর এট লার্জ ফরিদ উদ্দিন আহেয়া খানকে সমর্থন জানান।
আহেয়া খান বলেন, প্যাটারসন সিটির ২নং ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি বিজয় ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে প্যাটারসন সিটির ২নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্যুতি দিচ্ছি।
তিনি আরো বলেন, প্যাটারসন সিটির ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের নাগরিক সুবিধা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবো। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আগামী দিনগুলোতে আমার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।