হায়দার আলী চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় লাইসেন্স ছাড়া রেস্তোরাঁ ও আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও সিএমপি। উক্ত অভিযানে ৯ হোটেল ও প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানাসহ একটি হোটেলে তালা লাগিয়ে সিল গালা করে দেওয়া হয়েছে।
৮ জুলাই (শনিবার) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কর্ণফুলী জোনের এসি মোঃ আরিফ হোসেন ও ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম উপস্থিত ছিলেন।
জানা যায়, "নগরীর পতেঙ্গা থানা এলাকার হোটেল পতেঙ্গা টুডে, বরিশাল হোটেল, হোটেল টানেল ভিউ, পিএফসি রিসোর্ট এবং ইপিজেড থানা এলাকার হোটেল ব্লুসম ইন্টারন্যাশনাল, হোটেল রেড ব্লু ইন্টারন্যাশনাল ও হোটেল মুন এ-র মালিককে অসামাজিক কার্যকলাপে সহায়তা করায় চুড়ান্ত ভাবে সতর্ক করা হয়। এছাড়াও ছোট গোপন কক্ষে পর্দা দিয়ে অসামাজিক কার্যকলাপের জন্য ও লাইসেন্স না থাকায় হোটেল গ্রিন ফুড রেস্টুরেন্ট তালাবদ্ধ করে সিল গালা করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার করায় ওভার বিউটি পার্লারে অভিযান চালানো হয়।
যৌথ অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন,"অসামাজিক কার্যকলাপে সহায়তা করায় আমরা ৯টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপের জন্য একটি হোটেলে তালা লাগিয়ে সিল গালা করা হয়েছে।"