সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর বাড়িতে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপিত্ব করেন গণমাধ্যমকর্মী ইউসুফ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমান আপেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ আলম, ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের প্রাক্তন সহ সভাপতি শহিদুল ইসলাম, সেলিম মাস্টার, কামরুল হাসান ও রোকনুজ্জামান প্রমুখ।