November 11, 2025, 4:24 pm
ব্রেকিং নিউজ

সৈয়দপুরে দুই ভিসা প্রতারক আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, October 26, 2025
  • 37 দেখা হয়েছে

সৈয়দপুর প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ মাঝাপাড়া এলাকা থেকে দুই থাই ভিসা প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি দল থাই জুয়াড়িদের ধরতে অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। গ্রেফতাররা হলেন—উপজেলার ধলাগাছ মাঝাপাড়ার রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম (২০) ও মনসুর আলীর ছেলে সানজিদ রায়হান (২২)। এসময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নীলফামারী জেলা গোয়েন্দা শাখার এএসআই ইসমাঈল হোসেন জানান, আসামিদের গ্রেফতারের সময় কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102