February 17, 2025, 5:20 pm
ব্রেকিং নিউজ
প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় যা বললেন ডিসিরা ‘স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই’ ডিসি সম্মেলন শুরু কাল, উঠছে ৩৫৪ প্রস্তাব বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বিশ্ব ইজতেমায় ৪৯ দেশের ১৪শ বিদেশি মেহমান জবি বৈষম্যবিরোধী কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে নেতাদের পদত্যাগ ইজ‌তেমায় লা‌খো মুস‌ল্লির জুমার নামাজ আদায় ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ভোজ্যতেলের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা শবেবরাতের আমল ও করণীয় স্বর্ণের দাম বাংলাদেশে ইতিহাস গড়ল সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল হজযাত্রায় এজেন্সির গাফলতি থাকলে লাইসেন্স বাতিল: ধর্ম উপদেষ্টা সারা দেশে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড পাঠিয়েছে টিসিবি মোজাম্মেলের বাড়ি ভাঙচুর, গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলায় আহত ১৫ আজ থেকে বাংলাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রিয় দেশের স্বাধীনতা সবাই মেনে নিয়েছে: জামায়াতের আমির বিবিসি বাংলার কাছে ক্ষমা চাইলেন প্রেস সচিব সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে ভাঙচুর

সুষ্ঠু নির্বাচন আদায়ের জন্য লড়াই চালিয়ে যেতে হবে: ডা. শফিকুর

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, January 16, 2025
  • 18 দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি:

‘লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু একটি নির্বাচন আদায় করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে কালো টাকার মালিক আর পেশীশক্তিকে প্রতিহত করা হবে।’বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের পায়রা চত্বরে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন জামায়াত অমির ডা. শফিকুর রহমান।শুক্রবার চুয়াডাঙ্গায় জামায়াত অয়োজিত সমাবেশে যোগদানের জন্য যাওয়ার পথে এ পথসভায় বক্তব্য রাখেন তিনি।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলি আজম মো. আবুবক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মতিউর রহমান, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানসহ বিভিন্ন উপজেলা নেতারা।

শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট হাজার আলেম হত্যা করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের কবুল করল না।

জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন,তারা বাংলাদেশ ছেড়ে পালাল। সাড়ে ১৫ বছর দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই। এখনো শান্তিতে থাকতে দিচ্ছে না। ছাত্রজনতার ঐক্য সব ষড় যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। ঐক্যবদ্ধভাবে আগামী সকল ষড়যন্ত্র ব্যর্থ করব ইনশাল্লাহ।

যুব সমাজের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, তোমরা বুকে রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছ। আমরাও বুকের তাজা রক্ত দিয়ে তোমাদের দাবি পূরণ করবো ইনশাল্লাহ। কথা দিচ্ছি আমরা চাঁদাবাজি করবো না কাউকে চাঁদাবাজি করতে দেব না। আগামীতে শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করা হবে। একটি সভ্য কর্মমুখী জাতি গঠনের জন্য শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার। যেন পাশ করার পর পরই কর্ম পায় শিক্ষার্থীরা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, পেশীশক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য এখন থেকে হাত মজবুত করতে হবে। বলে দিতে হবে আমারা মানুষ আমরা সাধারণ কোনো প্রাণী নই যে টাকার কাছে বিক্রি হবো। আগামী ভাল মানুষদের আমাদের দেশের শাসন ব্যবস্থায় দেখতে চাই।

উপস্থিত জনতার উদ্দ্যেশ্যে তিনি বলেন, আগামীতে জনগণ দায়িত্ব দিলে আমরা দেশের সেবক হবো।

পথসভা ঘিরে বিকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে ব্যানার ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা স্থানীয় পায়রা চত্বরে জোড় হতে থাকেন। বিভিন্ন নেতৃবৃন্দ অগ্নিঝরা বক্তব্য দিয়ে চাঙা করে রাখেন তাদের। পথসভাটি জনসভায় রূপ নেয়। হাজার হাজার দলীয় নেতাকর্মী ছুটে আসেন।

সন্ধ্যায় ৭টার দিকে সভাস্থলে আসেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। টানা ২০ মিনিট বক্তব্য রাখেন তিনি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102