March 22, 2025, 6:50 pm
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির ‘গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সরকার’ এবার ঈদে টানা ৯ দিনের ছুটি ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া পুলিশের বিষয়ে ৫ সিদ্ধান্ত সাত বছরের শিশুকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন জাতীয় দলে হামজার জার্সি নম্বর কত, জানা গেল ঈদ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ডিসেম্বরে নির্বাচন, সংস্কার এর মধ্যে করে ফেলতে হবে আবরার হত্যা মামলা:২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, February 14, 2025
  • 27 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুনামগঞ্জ কে “সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি”-এর প্রশাসক নিয়োগ করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠন-১ শাখার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, যেহেতু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন; যেহেতু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর কমিটির বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান। সে কারণে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না মর্মে সাধারণ সদস্যগণ অভিযোগ জানিয়েছেন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে কোন পরিচালনা পর্ষদ ও বর্তমানে বিদ্যমান নেই। এছাড়া সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেহেতু বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ (১) অনুযায়ী- ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সরকারের অনুমোদনক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুনামগঞ্জ কে “সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি”-এর প্রশাসক নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত. সুনামগঞ্জ চেম্বার অব কমার্সে গেল কয়েক বছর ধরে সভাপতি ছিলেন জেলা যুব লীগের আহ্বায়ক সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল হুদা চপল। পাঁচ আগস্টের পর থেকে তিনি আর চেম্বারে আসেন নি। সুনামগঞ্জেও দেখা যায় নি। তার বিরুদ্ধে গেল চার আগস্টেে ছাত্র জনতার মিছিলের উপর হামলার ঘটনায় আদালতে দ্রত বিচার আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102