January 21, 2025, 9:44 am
ব্রেকিং নিউজ
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা শপথের আগেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা চাকরিহারা সংবাদকর্মীদের চাকরিতে পূণর্বহাল করার দাবি: জি এম কাদের জামিন পেলেন কারাগারে থাকা বিডিআরের ২০০ জওয়ান মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন: ঢাকা বিভাগীয় কমিশনার প্রাথমিকের শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন দায়িত্ব পেলেন মাওলানা মামুনুল হক ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হয়ে এলেন ট্রেসি অ্যান কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচা হবে মিটারে বাংলাদেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ শনাক্ত থাইল্যান্ডে নেওয়া হলো ছাত্র আন্দোলনে আহত আশরাফুলকে কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি: সিইসি

সবাই মিলেই দেশকে এগিয়ে নিতে হবে- সিলেট বিভাগীয় কমিশনার

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, January 8, 2025
  • 19 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: সিলেট বিভাগের কমিশনার খান মোঃ রেজা উন নবী বলেছেন,সবাই মিলেই এই দেশটাকে আরও এগিয়ে নিতে হবে। সবার সাথেই সমান আচরণ করতে হবে। দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ দেখতে চাই। সততার কোন বিকল্প নেই। নতুন করে শুরু করতে হবে। আমরা ব্যর্থ হতে চাই না। আগে কথা বলার সুযোগ ছিল না। এখন মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারছে। বিগত সময়ে তারা শাসক থেকে সম্রাট, সম্রাট থেকে মহারাজা হয়েছিলেন। নিরপেক্ষ মূল্যায়ন দীর্ঘদিন ধরেই হয় নাই। তারই কারণে দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তিনি আরও বলেন মানুষের প্রত্যাশা খুব বেশী না,তাদের কথা শুনুন,সম্ভব হলে তাদের কাজ করে দিন। মানুষ আপনাকে পাশে পায় কি না সেটা বড় বিষয়। প্রতিটা সেক্টরের দূর্নীতিমুক্ত করতে হবে । লুঙ্গি পড়া সাধারণ মানুষেরা যদি দেশ স্বাধীন করতে পারেন তাহলে আমরা সুট টাই পড়া শিক্ষিত, সচেতনরা কেন দেশ দূর্নীতিমুক্ত করতে পারব না। এছাড়াও তিনি সুনামগঞ্জ জেলার বোরো ফসল রক্ষার জন‍্য চলমান হাওরের বাঁধ নির্মাণ কাজ আরও দ্রুত এবং স্বচ্ছতার সাথে করার আহবান জানিয়েছেন। সুনামগঞ্জ জেলার নানা সমস্যার কথাও শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
৮ জানুয়ারি দুপুর১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সুনামগঞ্জ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাগণ সুধী জনের সাথে মত বিনিময় সভায় বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পালের সঞ্চালনায় আর ও উপস্থিত থেকে মত বিনিময় করেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ছাব্বির আহমদ আকুঞ্জি,অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ সঞ্জিত কুমার চন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে, সিভিল সার্জন ডাঃ মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমা,পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ ও সুধীজন ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102