আশিক হোসেন,কুমিল্লা:
কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দেওয়া মামলার আসামি কারাবন্দি সেই শিক্ষক শাহজাহান ফজলুর রহমান(৫০) এর জামিন আবারো নামঞ্জুর হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ কুমিল্লা আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আবদুল্লাহ আল ইমরান। তিনি জানান, আসামি কারাবন্দি সেই শিক্ষক শাহজাহান ফজলুর রহমান জামিন আবেদন করেছিলেন বিবাদীপক্ষের আইনজীবীরা। বিচারক সফিকুল ইসলাম জামিন নামঞ্জুর করেন।
জানা গেছে, গত ১৬ জানুয়ারি বিকেলে বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে সড়কের পাশে থাকা বালু নিয়ে খেলা করছিল শিশু মিফতাহুল মাওয়া। বালু নিয়ে খেলা করায় তাকে পুকুরে ফেলে দেন শিক্ষক শাহজাহান। ওই দিন সন্ধ্যার পর ৪ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর সমালোচনার ঝড় ওঠে সারা দেশে।
শিশুকে পুকুরে ফেলে দেওয়া কুমিল্লার সেই শিক্ষক কারাগারে।ওই রাতেই আহত শিশু মিফতাহুল মাওয়ার মা শামসুন নাহার তানিয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেন। আহত শিশু মিফতাহুল মাওয়া পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়ির সৌদি আরব প্রবাসী নজির আহমেদের মেয়ে।