নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সদরের চর কাউনিয়া গ্রামে আব্দুস শহীদ মাস্টার নামে এক প্রধান শিক্ষকের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসী হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুট পাঠ করেছে রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী। এই সময় তারা মহিলাসহ চারজনকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহতদের চিৎকারেস্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যাওয়ার সময় ডাকাত সন্দেহে রাসেল নামে একজনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এদিকে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে গণপিটুনি স্বীকার রাসেল ও আহত মাস্টার শহীদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
এলাকাবাসী ও আহতরা জানান, দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষক আব্দুর শহীদের সাথে প্রতিপক্ষ ইসমাইল রাসুলের সাথে ইসমাইল ও রাসেলের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই ঘটনা যে ধরে রাসেলের নেতৃত্বে শতাধিক লোকজন শুক্রবার গভীর রাতে প্রধান শিক্ষক শহীদের বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠে। এবং মহিলাসহ চারজনকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠে। এদিকে অভিযুক্ত রাসেলের স্বজনরা এই অভিযোগ অস্বীকার করে বলেন। আমরা এই ঘটনা সাথে জড়িত নই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুধারাম থানার এসআই হান্নান করনা সততা শিকার বলেন। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।