November 11, 2025, 5:03 pm
ব্রেকিং নিউজ

শিকলবন্দি সেই মামুনের বাড়িতে ইউএনও

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, October 28, 2025
  • 8 দেখা হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে যুবক সাইদুল ইসলাম মামুন ১২ বছর ধরে শিকলে বাঁধা অবস্থায় জীবনযাপন করছেন। অর্থের অভাবে দরিদ্র পরিবার মামুনের চিকিৎসা করাতে পারছে না উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আইচার হাওলা গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে মামুনের।

গত ২৪ অক্টোবর একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বাবুগঞ্জে ‘শিকলবন্দি মামুন মানবেতর জীবনযাপন করছে’ শিরোনামের সংবাদটি প্রকাশিত হলে বাবুগঞ্জ ইউএনও ফারুক আহমেদের নজরে আসে।

মঙ্গলবার সকালে ইউএনও ফারুক আহমেদ মামুনের বাড়িতে যান এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মামুনের চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা, খাদ্যসামগ্রী হিসেবে চাল, তেল, ডাল, হলুদ ও মরিচের গুঁড়া দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, মানসিক ভারসাম্যহীন মামুনকে চিকিৎসা বাবদ আরও সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসন মামুনের পাশে থাকবে।

ইউএনও বলেন, পত্রিকায় ছবিসহ সংবাদটি দেখার পরই মামুনের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয়রা যুগান্তর কর্তৃপক্ষকে বিষয়টি তুলে ধরায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102