November 11, 2025, 5:30 pm
ব্রেকিং নিউজ

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড পরিদর্শনে বিমান উপদেষ্টা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, October 18, 2025
  • 24 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ঘটনাস্থলে আসেন তিনি।

আজ দুপুর ২টা ৩৪ মিনিটে আগুনের খবর পায় সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।’

জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।

শাহজালাল বিমানবন্দরে আগুন লাগায় বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে। এর ফলে বিমানবন্দরটি থেকে উড্ডয়নের অপেক্ষায় থাকা ফ্লাইটগুলো আটকে পড়েছে। অন্যদিকে, ঢাকাগামী কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন করে আসা বিমানবন্দরে ফিরে গেছে। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও কলকাতার সুভাস চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102