
চাইথোয়াইমং মারমা
নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মধ্যে একটি শিক্ষা প্রতিষ্টান রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যবস্থাপনায় বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন ও বর্ধিত সভা বিদ্যালযের ভূমি দাতা, সাবেক সভাপতি চিংথোয়াই মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক দেব জ্যোতি চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, মুইথুইঅং মারমা,সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক, এমদাদুল হক মিলন, হেডম্যান প্রেমা তালুকদার,যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ, দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, বিএনপির সদস্য সোলেমান, জিকু কুমার দে,লাকী মারমা, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, সহ বিভিন্ন এলাকায় থেকে হেডম্যান কার্বারী, মেম্বার, ও সুশীল সমাজ নেতৃবৃন্দ।সভায় প্রধান অতিথি বলেন, দুর্গম এ রাজস্থলীতে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে আমি শুনে খুবই আনন্দিত। আগামীতে বিদ্যালয়টি যাতে সরকারি করণ করা হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করবো বলে বক্তব্য রাখেন । আগামীদিনের ভবিষৎ উজ্বল দৃঢ় প্রত্যয় কামনা করি।
ছবি ও ক্যাপসন, রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।