March 22, 2025, 7:16 pm
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির ‘গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সরকার’ এবার ঈদে টানা ৯ দিনের ছুটি ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া পুলিশের বিষয়ে ৫ সিদ্ধান্ত সাত বছরের শিশুকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের ওপর হামলা সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১২৯ কর্মকর্তা দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান জাবির ৯ শিক্ষক, ২৮৯ শিক্ষার্থী ও ৩ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন জাতীয় দলে হামজার জার্সি নম্বর কত, জানা গেল ঈদ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা ডিসেম্বরে নির্বাচন, সংস্কার এর মধ্যে করে ফেলতে হবে আবরার হত্যা মামলা:২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল সাত কলেজ নিয়ে হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

রাজবাড়ীতে গেটম্যান না থাকায় ট্রেনের ধাক্কায়,নিহত ২

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, December 4, 2023
  • 151 দেখা হয়েছে

 

রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন।সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানের যাত্রীর নাম খয়বর আলী খান (৮০)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চর কামিয়া গ্রামের বাসিন্দা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্যানচালকের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ইউসুফ আলী জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক ট্রেনটি গোপালগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। আর ব্যাটারি চালিত ভ্যানগাড়িটি কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে মদাপুর বাজারের দিকে যাচ্ছিল। সূর্যদিয়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিং পার হবার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ভ্যান চালক ও যাত্রী মারা যান।

নিহত খয়বর আলী খানের ভাতিজা কুদ্দুস খান বলেন, সকালে মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার চাচা বাড়ি থেকে বের হন। কিন্ত সূর্যদিয়া এলাকায় অরক্ষিত রেল ক্রসিয়ে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। রেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান থাকলে এ দুর্ঘটনা ঘটতোনা।

স্থানীয় রফিক মিয়া বলেন, রেল কর্তৃপক্ষ যদি গেটম্যানই না দিতে পারে তাহলে রেল লাইনের উপর দিয়ে রাস্তা নির্মাণের অনুমতি দিয়েছে কেনো। আমাদের প্রতিনিয়ত ঝূঁকি নিয়ে এখান দিয়ে চলাচল করতে হয়।

ইউসুফ আলী মোল্লা বলেন, অরক্ষতি এই রেল ক্রসিংয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা বার বার বলার পরেও এখানে ব্যারিয়ার ও গেটম্যান দেয়া হয়নি। রেল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি এই রেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান দেয়া হোক।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

অরক্ষিত রেল ক্রসিংয়ের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে জানান তিনি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102