রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় আদালতে জামিন নিতে এলে আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৮ জানুয়ারি) গোয়ালন্দ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করেন বিচারক।
কারাবরণকারীরা হলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসারফ হোসেন প্রামানিক, দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য নুরু মোল্যা।
রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহার নামীয় তিন আসামি বুধবার সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই মামলায় মোহাম্মদ আলী ১৩ নম্বর, মোসারফ হোসেন মূসা ২৩ নম্বর ও মো. নুরুল ইসলাম মোল্লা ৩৪ নম্বর আসামি।