January 21, 2025, 7:36 am
ব্রেকিং নিউজ
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা শপথের আগেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা চাকরিহারা সংবাদকর্মীদের চাকরিতে পূণর্বহাল করার দাবি: জি এম কাদের জামিন পেলেন কারাগারে থাকা বিডিআরের ২০০ জওয়ান মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন: ঢাকা বিভাগীয় কমিশনার প্রাথমিকের শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন দায়িত্ব পেলেন মাওলানা মামুনুল হক ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হয়ে এলেন ট্রেসি অ্যান কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচা হবে মিটারে বাংলাদেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ শনাক্ত থাইল্যান্ডে নেওয়া হলো ছাত্র আন্দোলনে আহত আশরাফুলকে কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি: সিইসি

রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, January 5, 2025
  • 20 দেখা হয়েছে
স্টাফ রিপোর্টার, রাঙামাটি:- রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেন, লোকাল সমস্যাগুলো স্থানীয় ভাবে সমাধান করতে হবে ,জেলা পরিষদের নির্বাচন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সমন্নয় করতে কাজ করছি, ৩০ ডিসম্বর সোমবার রাতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার সংস্কার বিষয়ে  মতবিনিময় সভা শেষে অপেক্ষামান সাংবাদিক দের এসব কথা বলেন,তিনি বলেন পৃথক ভোটার তালিকা প্রণয়ন প্রয়োজন নেই, ঐক্যমতের ভিত্তিতে জেলা পরিষদের আইনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন সকলের মতামতের ভিত্তিতে গুরুত্ব দেয়া হবে।রাঙামাটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবি প্রতিনিধি দলের স্থানীয় সরকার কমিশনে মতবিনিময় অধিকাংশ সাংবাদিক অংশ গ্রহনে সুযোগ দেওয়া হয়নি। মতবিনিময় সভায় অংশগ্রহন করেন,কমিশনের চার সদস্য টিম- ইলোরা দেওয়ান স্থানীয় সরকার কমিশনের সদস্য, চাকমা সাকেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় ,সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর চেয়ারম্যান গৌতম দেওয়ান,এ্যাড দীননাথ তঞ্চজ্ঞ্যা সভাপতি সুজন, জিসান বখতিয়ার সাধারণ সম্পাদক সুজন, এ্যাড সুম্মিতা চাকমা,এ্যাড.জুয়েল দেওয়ান, দুপ্রক সভাপতি ওমর ফারুক,সাবেক জেলা পরিষদের সদস্য মনিরুজ্জমান মহসিন,হাবিব আজম সভাপতি বাঙ্গালী ছাত্র পরিষদ ও সদস্য জেলা পরিষদ, সাগরিকা রোয়াজা সদস্যা জেলা পরিষদ, লুৎফরনেচ্ছা সদস্যা জেলা পরিষদ, এনজিও প্রতিনিধি আব্বাস উদ্দীন চৌধুরী ‘পাড়া ,সান্তনা খীসা,ফদা তং তং চাকমা, লেলুং খুমী,মাংইয়ং ম্রো,নেমকিম বম,অংচ মং মারমা,লুৎফর রহমান,জুয়ামলিয়ান আমলাই,মংনু মারমা,কৃপা ত্রিপুরা,ক্যাহ্লেচিং মারমা,বীরলাল তঞ্চজ্ঞ্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসিফ ইকবাল ও বিতর্কিত এনজিও প্রতিনিধি প্রমুখ।
উল্লেখ্য -পতিত সরকারের দোসর, ফ্যাসিস্ট, সুবিধাভোগি আর সাম্প্রদায়িকতার গোষ্ঠীর একপেশে লোকজন নিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বৈঠকের অভিযোগ ,রাঙামাটিতে অনুষ্ঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভায় বাধা প্রদান বৈষম্য ছাত্র ও সাধারণ ছাত্র সমাজের প্রতিনিধিরা। বিতর্কিত এনজিও প্রতিনিধি রা সব জায়গায় সংস্কার করার আগে নিজেরা সকল পদবী আমন্ত্রন দখল করেছে। এতে সংস্কার কমিশনের ব্যর্থতার ভার বিএনপি ও অন্য রাজনীতি দল নেবে না। ফলে জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌরসভার সচিব প্রকৌশলীসহ কেউ স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহন করেনি।
এদিকে রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ও বৈষম্য ছাত্র আন্দোলন ।
শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102