November 16, 2025, 6:53 pm
ব্রেকিং নিউজ

রাখাল রাহা ও ৪০০ কোটি টাকার প্রোপাগান্ডা নিয়ে যা বললেন সারজিস

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, March 11, 2025
  • 49 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
রাখাল রাহা ও সোমবার (১০ মার্চ) ৪০০ কোটি টাকার প্রোপাগাণ্ডা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন।

পোস্টে সারজিস আলম লেখেন-হাসিনার ফ্যাসিবাদী আমলে গণতান্ত্রিক লড়াইয়ে নিঃসন্দেহে রাখাল রাহার ভূমিকা ছিল এজন্য তার প্রতি কৃতজ্ঞতা।

তিনি বলেন, কিছুদিন পূর্বে তিনি আল্লাহ এবং নবী (সাঃ) প্রসঙ্গে যে লাইনগুলো লিখেছেন সেজন্য তার প্রতি তীব্র ঘৃণা।

তিনি আর বলেন, আজকে ঢাকা পোস্ট এবং দ্যা ডেইলি ক্যাম্পাস তথ্য প্রমাণ ছাড়া মনগড়া তথ্য দিয়ে ৪০০ কোটি টাকা বাণিজ্যের যে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়েছে তা সংশ্লিষ্ট সকল সোর্স থেকে যাচাই পূর্বক এখন পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এর কোন প্রমাণ পাওয়া যায়নি। তাই এ বিষয়কে কেন্দ্র করে রাখাল রাহাকে নিয়ে বলা কথাগুলো আমি এক্সপাঞ্জ করছি এবং দুঃখ প্রকাশ করছি।

তবে ঢাকা পোস্ট এবং দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ হাউস হিসেবে রাখাল রাহা এবং গাজী সালাউদ্দিন তানভীর এর নামে তথ্য প্রমাণ ছাড়া প্রোপাগান্ডা ছড়িয়ে যে মানহানির ঘটনা ঘটিয়েছে, আমি উনাদের দুজনের জায়গায় হলে এই দুই নিউজ হাউজের শেষ দেখে ছাড়তাম। এদের মত কিছু অপেশাদার নিউজ হাউস মানুষের আত্মসম্মানের কথা বিন্দুমাত্র চিন্তা না করে ব্যক্তি ও গোষ্ঠী কেন্দ্রিক স্বার্থ সার্ভ করে। এদের উপযুক্ত শিক্ষা হওয়া সময়ের দাবি। নাহয় একসময় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে আত্মসম্মানের ভয়ে এদের কাছে জিম্মি হয়ে যেতে হবে। আর এরাও লাই পেয়ে মাথায় উঠে বসবে।

শুনতে তিতা হলেও একটা কথা বলি। টাকা দিয়েও এমন অনেক নিউজ করানো যায়। শব্দ আর বাক্যের খেলা, খেলানো যায়। ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠানের উদ্দেশ্য সার্ভ করার জন্য উদ্দেশ্যমূলকভাবেও এমন অনেক প্রোপাগান্ডা ছড়ানো যায়। একটা নিউজ দিয়েই যদি আমাদের মধ্যে এতটা হুজুগে পরিবেশ তৈরি করা যায় তবে সাবধান!

সবশেষ তিনি লেখেন-আওয়ামী লীগ এবং তাদের দোসরদের হাতে এখনো অধিকাংশ নিউজ ও মিডিয়ার পরোক্ষ কন্ট্রোল আছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102