আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।আজ বৃহস্পতিবার সংঘর্ষের পর দুটি উড়োজাহাজই পোটেম্যাক নদীতে পড়ে যায়। সেখান থেকে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আমেরিকান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। অন্যদিকে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ছিলেন তিনজন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মাঝ-আকাশে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষের পর বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে। তবে হেলিকপ্টারটি অক্ষত আছে।
নদীর ওপরে ঘটায় বিমানটি এখন পানির ৮ ফুট গভীরে রয়েছে। ডুবুরিদের দল বিধ্বস্ত বিমানের কেবিনের কিছু অংশে প্রবেশ করতে পেরেছে। তবে সব মরদেহ উদ্ধার করতে পারেনি।