আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রে মাঝ-আকাশে বিমান ও হেলিকপ্টারে সংঘর্ষে ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন, এটা দুর্ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে।
গতকাল বুধবার রাতে মাঝ-আকাশে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি উড়োজাহাজই পোটেম্যাক নদীতে পড়ে যায়। সেখান থেকে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। অন্যদিকে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ছিলেন তিনজন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মাঝ-আকাশে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষের পর বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে। তবে হেলিকপ্টারটি অক্ষত আছে। এখনো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর পেছনে কারও হাত থাকতে পারে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই ঘটনা এড়ানোর সুযোগ ছিল। বিমানটি রাতের বেলা লাইট জ্বালিয়েই উড়ছিল। হেলিকপ্টার থেকে তা স্পষ্ট দেখতে পাওয়ার কথা। কিন্তু তার পরও দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে অন্য ঘটনা থাকতে পারে। তাদের দায়িত্বে অবহেলা ছিল হয়তো।