January 21, 2025, 9:26 am
ব্রেকিং নিউজ
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা শপথের আগেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা চাকরিহারা সংবাদকর্মীদের চাকরিতে পূণর্বহাল করার দাবি: জি এম কাদের জামিন পেলেন কারাগারে থাকা বিডিআরের ২০০ জওয়ান মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন: ঢাকা বিভাগীয় কমিশনার প্রাথমিকের শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন দায়িত্ব পেলেন মাওলানা মামুনুল হক ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হয়ে এলেন ট্রেসি অ্যান কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচা হবে মিটারে বাংলাদেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ শনাক্ত থাইল্যান্ডে নেওয়া হলো ছাত্র আন্দোলনে আহত আশরাফুলকে কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি: সিইসি

মুক্তিযোদ্ধার বিধবা কন্যাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, January 10, 2025
  • 29 দেখা হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিনু বেগম নামের এক মুক্তিযোদ্ধার বিধবা কন্যাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার রাতে জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন মিনু বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি থেকে বের করে দেয়। আহত মিনু বেগমকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মিনু বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মৃত কাজী সুরুজ মিয়ার স্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খানের মেয়ের সাথে তার দেবর কাজী মাঈনের পরিবারিক দ্বন্দ্ব চলে আসছে। তার স্বামী মারা যাওয়ার পর থেকে তার বাবার মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে তার সংসারের ভরন পোষণ করেন। বিভিন্ন সময়ে তাকে বাড়ি থেকে সন্তানসহ বের করে দেওয়ার জন্য উঠেপড়ে লাগে। গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে জোরপূর্বক তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কাজী মাঈন উদ্দিনের নেতৃত্বে আল আমিন, জামিল, জনি, আমানউল্লাহ, সুমি বেগম, রোজিনা, রাসেল ও হাবীবসহ ১০-১২ জনের একটি দল এলোপাথারি মারধর করে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত মাঈনউদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, মুক্তিযোদ্ধার কন্যার আহতের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102