November 11, 2025, 4:52 pm
ব্রেকিং নিউজ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলার বাদীকে হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Tuesday, October 28, 2025
  • 7 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক দাখিল মহিলা মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ায় স্থানীয় এলাকাবাসী ধর্ষককে গ্রেফতার ও তার বিচার দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর উপজেলার একটি মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীকে (১৪) চাপিলাকান্দা গ্রামের আল মামুন (২৮) ফুসলিয়ে জয়পুরহাট নিয়ে যায়। সেখানে তাকে আটকিয়ে ধর্ষণ করে। ১৫ দিন পর তাকে ৮ অক্টোবর সেখান থেকে নিয়ে এসে তার বাড়ির পাশে রেখে ধর্ষক পালিয়ে যায়।

পরে বাড়ি গিয়ে ওই ছাত্রী তার পরিবারের সঙ্গে বিষয়টি অবহিত করে। পরিবারের লোকজন স্থানীয় এলাকাবাসীর কাছে বিচার দাবি করে। এতে কোনো প্রতিকার না পেয়ে মামুনের নামে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষিতার ভাই মামলা করেন।

আদালত এ মামলাটি সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, ভিকটিমের পরিবারকে হুমকি দেওয়ায় অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি সরেজমিনে তদন্তের জন্য এসআই আজিজুল হককে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102