January 21, 2025, 7:43 am
ব্রেকিং নিউজ
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা শপথের আগেই ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা চাকরিহারা সংবাদকর্মীদের চাকরিতে পূণর্বহাল করার দাবি: জি এম কাদের জামিন পেলেন কারাগারে থাকা বিডিআরের ২০০ জওয়ান মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন: ঢাকা বিভাগীয় কমিশনার প্রাথমিকের শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নতুন দায়িত্ব পেলেন মাওলানা মামুনুল হক ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হয়ে এলেন ট্রেসি অ্যান কোম্পানি পর্যায়ে গ্যাস কেনাবেচা হবে মিটারে বাংলাদেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে ‘ব্যাট-রিওভাইরাস’ শনাক্ত থাইল্যান্ডে নেওয়া হলো ছাত্র আন্দোলনে আহত আশরাফুলকে কোনো দল-গোষ্ঠী-ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামিনি: সিইসি

মাগুরার বাদাম চাষে আগ্রহ বাড়ছে চরাঞ্চলে

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, July 25, 2024
  • 117 দেখা হয়েছে

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম চাষ বৃদ্ধি পাচ্ছে। বাদামের দাম আগের থেকে অনেক বেশি। লাভজনক হওয়ায় প্রতি বছর চরাঞ্চলে এ ফসলের চাষ বাড়ছে।কৃষি বিভাগ জানায়, জেলায় এ বছর ৬২ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে ৬০ হেক্টর মহম্মদপুরে, বাকি দুই হেক্টর চাষ হয়েছে শ্রীপুর উপজেলাতে।

কৃষি বিভাগ আরও জানিয়েছে, এ মৌসুমে বিস্তীর্ণ চরাঞ্চল উপজেলার মাধবপুর, চর মাধবপুর, গয়েশপুর, বাহিরচর এলাকায় আগে কোনো ফসল চাষ হতো না। এখানকার কৃষকদের আমরা পরামর্শ দিয়ে এ বাদাম চাষে নিয়ে এসেছি। আগামীতে বাদাম চাষ আরও বৃদ্ধি পাবে বলে কৃষি অফিস আশা প্রকাশ করে।

কৃষকরা জানান, আগে এ বিস্তীর্ণ চরাঞ্চলে আমরা কোনো ফসল চাষাবাদ করতাম না। কৃষি বিভাগের পরামর্শে ১০ থেকে ১২ বছর আমরা এ চরাঞ্চলে বাদামের চাষ করছি। বাদাম চাষে খরচ কম লাভ বেশি। বিঘাপ্রতি ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। সেখানে আমরা বাদাম বিক্রি করতে পারি ৩০ থেকে ৪০ হাজার টাকা। কৃষি অফিস থেকে বিভিন্ন সময় এ চাষে আমাদের প্রণোদনা দেওয়া হয়। আগামীতে বাদাম চাষ আরও বৃদ্ধি পাবে।

কৃষি বিভাগ জানায়, প্রচণ্ড দাপদাহ ও অনাবৃষ্টির কারণে বাদামের ফলন কাক্সিক্ষত লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হয়েছে। যেখানে বিঘাপ্রতি ৮ থেকে ৯ মণ হওয়ার কথা সেখানে ৫ থেকে ৬ মণ করে গড় ফলন হয়েছে। জেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী বলেন, চিনা বাদাম পুষ্টি সমৃদ্ধ খাবার। মাগুরায় এ বছর খরিফ-১ মৌসুমে ৬৫ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬২ হেক্টর জমিতে চিনা বাদামের চাষ হয়েছে। যার মধ্যে মহম্মদপুর উপজেলাতেই চাষ হয়েছে ৬০ হেক্টর।

চলতি মৌসুমে উচ্চ ফলনশীল বারী-৫, ৮, ৯ ও বিনা-৪ জাতের বাদাম চাষ করেছে। তবে আশার কথা, বাজারে আগের থেকে বাদামের দাম অনেক বেশি পাওয়া যাচ্ছে। লাভজনক হওয়ায় প্রতি বছর চরাঞ্চলে বাদাম চাষ বাড়ছে।

 

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102