November 11, 2025, 5:13 pm
ব্রেকিং নিউজ

ময়মনসিংহ মেডিকেলে ২০ দালাল আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 29, 2025
  • 19 দেখা হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় আটক ২০ দালালকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশিক খান শুষাণ আটককৃতদের সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, আন্তঃবিভাগসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ কার্যালয়ের উপঅধিনায়ক শাহ রাশেদ রাহাত জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এতে রোগীরা প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন। দালালের খপ্পরে পড়ে অনেকে সর্বস্বান্ত হন। বিষয়টি আমলে নিয়ে র‌্যাব হাসপাতালে অভিযান চালায়। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন একাধিকবার সাজা ভোগ করলেও ছাড়া পেয়ে আবারও একই কাজ করেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102