November 11, 2025, 4:54 pm
ব্রেকিং নিউজ

ভোট চাইতে যুক্তরাষ্ট্রে জামায়াত আমীর

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 22, 2025
  • 30 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে আসছেন। তিনি ২২ অক্টোবর বিকেলে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। দলীয় সূত্রে জানা গেছে, ১৮ অক্টোবর রাতে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে সেখানে পবিত্র ওমরাহ পালন শেষে ২২ অক্টোবর নিউইয়র্কে পৌঁছে এক সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।ব্যক্তিগত সহকারী ছাড়া দলের আর কেউ তার সফরসঙ্গী হচ্ছেন না বলে দলীয় সূত্র জানিয়েছে। ডাক্তার শফিকুর রহমানের এই সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও একে আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত সফর হিসেবে ঘোষণা করা হয়েছে, তবু রাজনৈতিক মহলে এ সফরের পেছনে কৌশলগত গুরুত্ব নিয়ে নানা জল্পনা চলছে। জানা গেছে, তিনি নিউইয়র্কে ছাব্বিশ অক্টোবর, বাফেলোতে চব্বিশ অক্টোবর ও মিশিগানে পঁচিশ অক্টোবর পৃথক তিনটি সংবর্ধনা ও মতবিনিময় সভায় অংশ নেবেন।তবে এসব কর্মসূচি জামায়াতের ব্যানারে নয়, বিভিন্ন সংগঠনের নামে আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

গত ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তিনি ৩৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ২ আগস্ট তার ওপেন-হার্ট সার্জারি হয়। এরপর কিছুদিন তিনি বিশ্রামে ছিলেন। সম্প্রতি তিনি আবার দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছেন। অসুস্থতার পর এটিই তার প্রথম বিদেশ সফর। এর আগে তিনি চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ সফর করেছেন। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডা. শফিকুর রহমানের এই যুক্তরাষ্ট্র সফরকে রাজনৈতিকভাবে তাৎপর্যময় বলে মনে করা হচ্ছে। যদিও এটি ব্যক্তিগত সফর হিসেবে উল্লেখ করা হয়েছে, তবু অনেকেই মনে করছেন, এটি জামায়াতের আন্তর্জাতিক কূটনীতি ও প্রবাসভিত্তিক সংগঠন পুনরুজ্জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102