November 11, 2025, 5:42 pm
ব্রেকিং নিউজ

ভারতীয়র গুলিতে সিলেটে যুবক নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, October 26, 2025
  • 27 দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে শাকিল আহমদ (২৯) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।রোববার (২৬ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত শাকিল আহমদ উপজেলার ডোনা এলাকার মাদারপুর গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন জানান, বিকালে শাকিল ডোনা সীমান্তের ১৩৩৪ নাম্বার পিলারের পাশে ঘাস কাটছিলেন। এ সময় সীমান্তের ওপারে লাগোয়া ভারতের সুপারিবাগান থেকে খাসিয়ারা অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে শাকিল গুরুতর আহত হন। স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, আহত শাকিলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেতিমগঞ্জ এলাকায় তার মৃত্যু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার খবর পেয়ে বিজিবি ডোনা ক্যাম্প তা নিশ্চিত করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102