আন্তর্জাতিক ডেস্ক:ভয়াবহ দাবানলের আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস।উপগ্রহ চিত্রে উপর থেকে তোলা ক্যালিফর্নিয়ার দক্ষিণাঞ্চলে বিধ্বংসী আগুনের দৃশ্য দেখা যাচ্ছে। ক্যালিফর্নিয়ার বন ও অগ্নি নির্বাপক দপ্তর বৃহস্পতিবার বলেছে, লস অ্যাঞ্জেলেস এলাকায় পাঁচটি সক্রিয় দাবানল এ পর্যন্ত প্রায় ১১ হাজার হেক্টর জমি পুড়িয়ে দিয়েছে।
দাবানলের মোকাবিলায় সাহায্যের জন্য ফেডারেল অর্থ ও সম্পদ বরাদ্দ করতে ক্যালিফর্নিয়ার জন্য জরুরিকালীন ফেডারেল ঘোষণাপত্রে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গত মঙ্গলবার ছড়িয়ে পড়া লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগেই পাঁচজন মারা গেছিলেন। আরও দুইজনের মৃত্যু হয়েছে। প্রচুর বাড়ি-সহ ১০ হাজারের বেশি কাঠামো আগুনে পুড়ে গেছে। সবচেয়ে বেশি কাঠামো পুড়েছে প্যালিসেডে। সেখানে প্রচুর বাড়ি-সহ পাঁচ হাজার ৩০০ কাঠামো হয় পুরোপুরি বা আংশিকভাবে পুড়ে গেছে। ইটনে পুড়েছে পাঁচ হাজার কাঠামো।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ংকর দাবানল আগে কখনো হয়নি। তিনি জানিয়েছেন, জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরও অর্থ দেয়া হবে, যাতে তারা দাবানলের মোকিবিলা করতে পারে এবং পুনর্গঠনের কাজ করতে পারে।