স্টাফ রিপোর্টার রাঙ্গামাটি:
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অরণ্য প্রাকৃতিক রিসোর্ট সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্রের ড্রীম সাজেক রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ চার মাদক কারবারিকে আটক করেছে সাজেক থানা পুলিশ।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) ভোরে রিসোর্টে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল। এ সময় তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদসহ পাচ যুবককে আটক করা হয়।
আটক পাচ যুবক হলো- মো. জুয়েল রানা (২২), মো. সুজন মিঞা (২৫), মো. রবিউল আলম (৪২), মো. হোসেন (২৬), বিক্রম (৩২)।
পুলিশ জানায়, আটক চার যুবক পেশায় গাড়ি চালক হলেও মাদক কারবারের সাথে জড়িত। তারা দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে সাজেক পর্যটন কেন্দ্রে সরবরাহ করে আসছিলো। তাই তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে হাতেনাতে বিদেশী মাদকসহ আটক করা হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হবে বলে গণমাধ্যম কে জানান।