November 11, 2025, 5:29 pm
ব্রেকিং নিউজ

বাংলাদেশকে ‘হোয়াইটওয়াশ’ করাই আমাদের লক্ষ্য

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 29, 2025
  • 19 দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও, টি-টোয়েন্টি সিরিজে সমান ব্যবধানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জেতা ক্যারিবীয় দলটি মুখিয়ে আছে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার জন্য।

বুধবার চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ বলেছেন, এই সফর থেকে আমাদের কিছু শেখার আছে। আমরা ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজটি শেষ করতে চাই; (বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে) নিউজিল্যান্ডের বিপক্ষে উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যেতে চাই।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। দ্বিতীয় উইকেটে ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন অ্যালিক অ্যাথানেজ ও শাই হোপ।

১১ ওভারে ১ উইকেটে উইন্ডিজের সংগ্রহ ছিল ১০৫ রান। খেলার এমন অবস্থা দেখে মনে হয়েছিল ক্যারিবীয়দের স্কোর দুইশ ছাড়িয়ে যাবে। শেষ দিকে ক্যারিবীয়দের লাগাম টেনে ধরতে সক্ষম হয় বাংলাদেশ। যে কারণে শেষ ৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৪ রানের বেশি করতে পারেনি তারা।

এ ব্যাপারে উইন্ডিজ অধিনায়ক খেলা শেষে বলেন, আমরা ভেবেছিলাম ১৯০ বা ২০০ রান হবে। তবে ১৪৯ রান করার পরও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমরা আজ অনেক ক্যাচ মিস করি। আমরা সবসময় বলে থাকি, ক্যাচ মিস মানে ম্যাচ মিস। অথচ আজ আমরা বেশ কয়েকটি ক্যাচ মিস করেছি। আমাদের পরবর্তী ম্যাচে ক্যাচ ধরার দিকে নজর দিতে হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102