আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় প্রশংসা ও শুভেচ্ছায় ভাসছে গাইবান্ধার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ একটি আদর্শ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে এলাকার কিছু উদারমনা মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ও পৃষ্ঠপোষকতায় উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে কোলাহল মুক্ত এক মনোরম ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
সম্পূর্ণ বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৮ বছর ধরে সাফল্যের সাথে আধুনিক শিক্ষাদানের প্রয়াস ও প্রতিশ্রুতি অব্যাহত রেখে সর্বসাধারণের কাছে একটি অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হয়ে আসছে।সকল স্তরের পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। এরই ধারাবাহিকতার মধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০২৪ সালে প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম জানান, অনেক ঘাত প্রতিঘাত পেড়িয়ে এ প্রতিষ্ঠান সর্বসাধারণের কাছে একটি অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হয়ে আসছে। যার ফলশ্রুতিতে ২০২৩ সালে উপজেলার মধ্যে আমি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হই। এ সফলতার ধারা অটুট রেখে প্রতিষ্ঠানটির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটুক, এ জন্য চাই সবার দোয়া ও ভালোবাসা।