November 11, 2025, 5:12 pm
ব্রেকিং নিউজ

প্যাটারসনে কমিশনার আসিফ আহমদ সৈকতের সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, October 15, 2025
  • 33 দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:
নিউজার্সির প্যাটারসন শহরে অনুষ্ঠিত হলো টাস্ক ফোর্স ডিপার্টমেন্টের কমিশনার আসিফ আহমদ সৈকতের সংবর্ধনা অনুষ্ঠান। গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় স্টার রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

টাস্ক ফোর্স ডিপার্টমেন্ট প্যাটারসন শহরের একটি গুরুত্বপূর্ণ দপ্তর, যারা সমাজের অবহেলিত জনগোষ্ঠী, ভূমিহীন ও নতুন আগত অভিবাসীদের জন্য খাদ্য ও গৃহস্থানের সহায়তা প্রদান করে থাকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলম্যান শাহিন খালেক। সভাপতিত্ব করেন কমিশনার আসিফ আহমদ সৈকতের পিতা মোহাম্মদ তসলিম আহমেদ।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতি ছিল। অতিথিদের মধ্যে ছিলেন প্যাটারসন শহরের সম্মানিত মেয়র এন্ডু সায়াগ, প্যাটারসন স্কুল বোর্ডের কমিশনার মোহাম্মদ রশিদ দিদার, জালালাবাদ মসজিদের সেক্রেটারি জনাব সালেহ গনি এবং অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে কমিশনার আসিফ আহমদ সৈকতের জনসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী সৈকত প্রবাসী বাংলাদেশিদের গৌরবের প্রতীক। মেয়র এন্ডু সায়াগ তাঁর বক্তব্যে বলেন, “আসিফ শুধু একজন তরুণ নেতা নন, তিনি আমাদের কমিউনিটির জন্য এক অনুপ্রেরণা।”

কমিশনার আসিফ আহমদ সৈকত উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার প্রেরণার উৎস। আমি প্রতিজ্ঞাবদ্ধ, সমাজের অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাব।”

অনুষ্ঠান শেষে আগত অতিথিরা কমিশনার আসিফ আহমদ সৈকতের রাজনৈতিক সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন। সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল গর্ব ও আনন্দের ছোঁয়া।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102