February 17, 2025, 5:50 pm
ব্রেকিং নিউজ
প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনায় যা বললেন ডিসিরা ‘স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন চাই’ ডিসি সম্মেলন শুরু কাল, উঠছে ৩৫৪ প্রস্তাব বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বিশ্ব ইজতেমায় ৪৯ দেশের ১৪শ বিদেশি মেহমান জবি বৈষম্যবিরোধী কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে নেতাদের পদত্যাগ ইজ‌তেমায় লা‌খো মুস‌ল্লির জুমার নামাজ আদায় ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকেই বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ভোজ্যতেলের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা শবেবরাতের আমল ও করণীয় স্বর্ণের দাম বাংলাদেশে ইতিহাস গড়ল সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল হজযাত্রায় এজেন্সির গাফলতি থাকলে লাইসেন্স বাতিল: ধর্ম উপদেষ্টা সারা দেশে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড পাঠিয়েছে টিসিবি মোজাম্মেলের বাড়ি ভাঙচুর, গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলায় আহত ১৫ আজ থেকে বাংলাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ প্রিয় দেশের স্বাধীনতা সবাই মেনে নিয়েছে: জামায়াতের আমির বিবিসি বাংলার কাছে ক্ষমা চাইলেন প্রেস সচিব সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে ভাঙচুর

পুরাতনের গ্লানি ভুলে নতুন প্রত্যয় নিয়ে শুরু নতুন বছর স্বাগত ২০২৫

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, January 1, 2025
  • 42 দেখা হয়েছে

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিদায় খ্রিষ্টীয় ২০২৪, স্বাগত ২০২৫। ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’…রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এভাবেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। আজ পহেলা জানুয়ারি।

ঘড়ির কাঁটা থেমে নেই, ঘুরছে তার নিয়মে। যার প্রতিটি সেকেন্ডের সঙ্গে মিশে আছে নানা ঘটনা আর নানান ইতিহাস। সেসব ঘটনায় মানুষ স্মৃতিকাতর হয়; আবেগে আপ্লুত কিংবা আনন্দে উদ্বেলিত হয়। এভাবে মানুষ এক সময় পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেয়।

অসীমের পানে মহাকালের যে যাত্রা, সেখানে সূচিত হয় আরেকটি মাইলফলক। এই যে মহাকালের যাত্রা, সেখানে একেকটি বছর আসে নতুন উদ্দীপনা ও প্রেরণা নিয়ে। গত হয়ে যাওয়া বছরের গ্লানি আমরা মুছে ফেলি, উৎসাহ খুঁজে পাই সুখকর ঘটনাগুলো থেকে, এরপর এগিয়ে যাই অগ্রগতির দিকে।

পুরনো দিনের ভুল শুধরে নতুনকে আলিঙ্গন করে নব প্রত্যয়ে, নব আশায়। কালের গর্ভে হারিয়ে যায় একটি বছর। মঙ্গলবার (৩১ ডিসেম্বর, ২০২৪) মধ্যরাতের পর থেকে মানুষ বরণ করে নিচ্ছে নতুন বছরকে। নতুন সূর্য উঁকি দিবে পুরাতনের গ্লানি ভুলে।

ক্যালেন্ডারের পাতায় ২০২৪ ছিল ঘটনাবহুল। ফিলিস্তিন-ইসরায়েল, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইএস নির্বাচন, সিরিয়ায় সরকার পতন, দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা, ১৭ বছর পর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছাড়াও নানান ঘটনার সাক্ষী ২০২৪।

বিশেষ করে বাংলাদেশে ২০২৪ ছিল ‘নতুন ইতিহাসের বছর’। রাজনৈতিক উত্তাপ, নির্বাচন, অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব ছাপিয়ে এ বছর পতন হয়েছে ১৭ বছর একটানা ক্ষমতায় থাকা আওয়ামী সরকারের।

দলমত নির্বিশেষে আপামর ছাত্র-জনতার রক্তক্ষয়ী এক আন্দোলনের সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। এই আন্দোলনে প্রায় দু’হাজার মায়ের কোল খালি হয়েছে। আহত হয়েছে প্রায় বিশ হাজার। এরপর ক্ষমতায় এসেছে নতুন সরকার; যার কাছে বাংলাদেশের কোটি জনগনের হাজারও দাবি, হাজারও আশা-আকাঙ্খা। জাতীয় জীবনের এই যুগসন্ধিক্ষণে এসে দেশের প্রতিটা মানুষের মনে এখন এক অজনা আতঙ্ক বিরাজমান। তবে নতুন সম্ভাবনার আশায় স্বপ্ন দেখতে বাধা কোথায়? স্বপ্ন তো দেখাই যায়; নতুন সূর্যের মতো, নতুন এক বাংলাদেশের।

বিদায় মানেই আনন্দ-বেদনার মহাকাব্য। বিদায়ের দিনে চোখের দৃশ্যপটে একটি বছর যেন এক মুহূর্ত। আজ ভোরের সূর্য আগামীর নতুন পৃথিবী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানান ঘটনা ছাপিয়েও জীবন যাচ্ছে চলে জীবনের গতিতে। এগিয়ে যাচ্ছে মানুষ, নতুন আশায়, নতুন স্বপ্নের প্রত্যয়ে। স্বাগত ২০২৫…

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102