November 11, 2025, 5:06 pm
ব্রেকিং নিউজ

নারীকে বাদ রেখে দেশ জাতির উন্নয়ন সম্ভব নয়,নারীর শক্তি পরিবারের মুক্তি – মনির খান।

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, October 4, 2025
  • 22 দেখা হয়েছে

 

সুমন হোসেন মহেশপুর (ঝিনাইদহ):

নারীকে বাদ রেখে দেশ জাতির উন্নয়ন করা সম্ভব নয়।নারীর শক্তি পরিবারের মুক্তি মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর ৭নং ওয়াডে নারী সমাবেশে শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্র বিএনপির নেতা বিশিষ্ঠ কন্ঠ শিল্পী মনির খান একথা বলেন। সমাবেশে তিনি আরো বলেন নারীরা উন্নয়নের হাল ধরবেন, আসুন আমরা নারীকে সম্মান করি আমরা মায়ের ভুমিকায় থেকে প্রত্যককের জীবন গড়ি।আমরা কারো কাছে মাথানত না করে আল্লাহ কে ভয় করি, নামাজ পড়ি,স্বামীকে ভক্তি করি।তিনি তারেক জিয়ার ঘোষিত ৩১দফা বাস্তবায়নের আহবান জানান। আরিফুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি মহিউদ্দিন, মোঃ মোসা মন্ডল, মহিলা দলের নেতৃ শিরিন পারভীন, পারুল খাতুন,লতা খাতুন প্রমুখ।সভা পরিচালনা করেন করির হোসেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102