বিনোদন ডেস্ক:রাজধানীর হাতিরঝিলে রাইড শেয়ারিং অ্যাপ উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এ ঘটনায় গতকাল শনিবার রাতে রামপুরা থানায় একটি মামলাও করেছেন তিনি। আর মামলার পরদিন আজ রবিবার সকালেই সেই চালককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা নিজেই।তার কথায়, ‘অবশেষে সেই গাড়ি চালককে আটক করেছে পুলিশ। তাকে এখন আদালতে পাঠানো হবে।’
গাড়ির মালিকের নাম-পরিচয় প্রকাশ না করে তিনি আরও বলেন, ‘পুলিশের কাছ থেকে যেসব তথ্য পেয়েছি আমরা, তাতে জানতে পেরেছি গাড়ির মালিক আমাদের চেনাজানা। কিন্তু তার নাম এখনই বলা যাবে না। কেননা, তিনি শোবিজ ইন্ডাস্ট্রিরই একজন, আবার আমাদেরই সহকর্মী। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। এ নিয়ে উবার কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে।’
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘উবারচালক মো. রকিকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তার রিমান্ডের জন্য আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।’
এর আগে গেল ২১ জানুয়ারি ফেসবুকে নিঝুম রুবিনা হাতিরঝিল রাইড শেয়রিং চালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার আচরণ নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দেন। সেখানে তার সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার বর্ণনাও দেন এই অভিনেত্রী। জানান, গাড়িচালক অন্যপথে যাওয়ায় একপর্যায়ে গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করেন এই অভিনেত্রী। একটা সময় গাড়ির গতি কিছুটা কম মনে হলে, গাড়ি থেকে লাফিয়ে পড়েন নিঝুম রুবিনা।