নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে তিনজনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।বৃহঃস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার লালোর ইউনিয়নের মাদারি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভিকটিম মোঃ ওয়াজেল (৪৮) পিতা মৃত মেহের মন্ডল দের সাথে একই গ্রামের বিবাদী মোঃ রকি (৩০) রাকিব (২৫) উভয়ের পিতা শামসুল ইসলাম তাদের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ছিলো।
বৃহঃস্পতিবার সকাল সাড়ে আটটার দিকেবিবাদী১। রকি, (৩০)২।রাকিব (২৫)উভয়ের পিতা শামসুল ইসলাম,৩। শামসুল ইসলাম (৫৫)
৪। বারেক (৪০)উভয় পিতা মৃত বয়েন,সর্ব গ্রাম মাদারিপুর, থানা, সিংড়া, জেলা নাটোরসহ মোট ৮/১০জন মিলে একই গ্রামের ভিকটিম ১। মোঃ ওয়াজেল (৪৮)পিতা মৃত মেহের মন্ডল, এর মাথায় ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।২। মোঃ হাবিল (২০)পিতা মজেল,এর দুইহাতের কুনুই এর নিচে কুপিয়ে রক্তাক্ত জখম করে, ৩। মোছাঃ হামিদা বেগম (৪৫)স্বামী মজেল এর মাথায় কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসমাউল হক বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে বেবস্থা নেওয়া হবে।