অনলাইন ডেস্ক:বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মনোনীত হয়েছেন শায়খুল হাদিস পরিষদের পৃষ্ঠপোষক মাওলানা মামুনুল হক। আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত দলের মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি এ পদে মনোনীত হন।
মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চম আমির হলেন। মাওলানা আবদুল বাছিত আজাদের স্থলাভিষিক্ত হলেন তিনি। মাওলানা জালালুদ্দীন আহমদ সংগঠনের নতুন মহাসচিব মনোনীত হয়েছেন। এতদিন দলটির মহাসচিব ছিলেন মামুনুল হক।
এ উপলক্ষে শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক, সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্যরা যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির হাতে গড়া এ সংগঠনের নেতৃত্ব একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির হাতে অর্পিত হয়েছে।’
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর মৃত্যুর পর ভারপ্রাপ্ত আমিরে মজলিসের দায়িত্ব পান মাওলানা আবদুল বাছিত আজাদ। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি আমির মনোনীত হন।