November 11, 2025, 4:39 pm
ব্রেকিং নিউজ

দ্বিতীয় বড় জয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুলল বাংলাদেশ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, October 23, 2025
  • 14 দেখা হয়েছে

​ স্পোর্টস ডেস্ক:প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতা থাকায় আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। তাতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার আক্ষেপ কিছুটা হলেও ঘুঁচল মেহেদী হাসান মিরাজদের।

মিরপুরে আজ টসে জিতে ব্যাটিং করে প্রথমে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১৯ বল বাকি থাকতেই ১১৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেয় টাইগাররা। রানের বিচারে ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়। ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা ১৮৩ রানের। ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডকে এই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয়। আগের বড় জয়টা ছিল ১৬০ রানের, ২০১২ সালে খুলনায়।

মিরপুরের মতো মাঠে ২৯৭ পাহাড়সমান রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের তোপে পড়েন ক্যারিবিয়ান ব্যাটাররা। নাসুম আহমেদ-তানভীর ইসলামদের লাইন-লেন্থের সঙ্গে টার্ন বোলিংয়ে টিকতে পারেননি তারা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৯ ব্যাটারের কেউই বিশের ওপর রান করতে পারেননি। সর্বোচ্চ ২৭ (১৫ বলে) রান আসে দশ নম্বরে নামা আকিল হোসেনের ব্যাটে।

আজ বাংলাদেশের হয়ে তানভীর ও নাসুম ছাড়া বল করেছেন কেবল মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। সবাই দুই বা তার বেশি উইকেট পেয়েছেন। ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে তিন শিকার নাসুমের। সমান উইকেট পেতে ৯ ওভারে রিশাদকে খরচ করতে হয়েছে ৫৪ রান। মিরাজ ও তানভীর দুইটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও সাইফ হাসান মাত্র ১৫২ বলে ১৭৬ রানের জুটি গড়লেও তিন শ রান করতে পারেনি বাংলাদেশ। শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। পাওয়ার প্লের ১০ ওভারেই ৭৪ রান তোলেন এই দুজন। সৌম্য ৪৮ বলে ও সাইফ ৪৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। দুজনেই জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। তবে সেটি পূরণ হয়নি।

১৭৬ রানের জুটি গড়ার পর আউট হন সাইফ। তার আগে সমান ৬টি চার ও ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন তিনি। দলের সঙ্গে আর ৫ রান যোগ হতে আউট হয়ে যান সৌম্যও। ৮৬ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯১ রান আসে এই বাঁহাতির ব্যাটে।

সাইফ ও সৌম্য আউট হওয়ার পর বাংলাদেশের রানের গতি কমে আসে। তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তরা রান পেলেও সেটি ছিল অপেক্ষাকৃত ধীরগতিতে। ৪৪ বলে ২৮ রান করে দলীয় ২৩১ রানের মাথায় ফেরেন হৃদয়। ৫৫ বলে ৩ ছক্কায় ৪৪ রান করেন শান্ত। পাঁচ, ছয় ও সাত নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

বাংলাদেশকে তিন শ রান এনে দেয় অষ্টম উইকেটে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজের জুটি। ইনিংসের শেষ বলে আউট হন মিরাজ। তার আগে সোহানকে নিয়ে ২৪ বলে যোগ করেন ৩৫ রান। সোহান ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ১৭ বলে ১৭ রান করে আউট হন মিরাজ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102