আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা প্রেসক্লাব সদস্য সাংবাদিকদের পেশাগত মান ও মর্যাদা উন্নয়নের পাশাপাশি আর্তসামাজিক কর্মকান্ডও পরিচালনা করে আসচ্ছে। এরই অংশ হিসেবে কম্বল বিতরণ করেছে ৩শ দুস্থ মানুষের মাঝে।
বুধবার (৮ জানুয়ারী) সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণের শুভ উদ্বোধন করেন, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক।
এসময় প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, কুদ্দস আলম, জাভেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, ডিবিসি প্রতিনিধি রিকতু প্রসাদ, দৈনিক বাংলা প্রতিনিধি মাছুম বিল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই শীতে কম্বল পেয়ে উপকারভোগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সেই সাথে প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন।