November 16, 2025, 7:17 pm
ব্রেকিং নিউজ

তাহিরপুর সীমান্তের চোরাচালানীদের গড ফাদার রৌফ মিয়া পুলিশের খাঁচায় আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, January 11, 2025
  • 41 দেখা হয়েছে

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:
সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বড়চড়া, চারগাঁও, ট্যাকেরঘাট,জংঙ্গলবাড়ি কলাগাও,লামাকাটাসহ সীমান্ত এলাকার চোরাচালানীদের গডফাদার মোঃ রৌফ মিয়া (৩৬)কে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানের নির্দেশে ঔ তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেনের পরিকল্পনায় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ আবুল কামাল চৌধুরীর নেতৃত্বে এ এস আই কার্তিকসহ পুলিশের একটি টীম তাকে স্থানীয় কলাগাঁও বাজার থেকে আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসে । সে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও গ্রামের চাঁন মিয়ার ছেলে। সে গত সরকারের লেবাসে গত কয়েকবছর ধরে এবং স্থানীয় এক সাংবাদিকের বিশ্বস্থ সোর্স হিসেবে সীমান্তা এলাকা দিয়ে রাতের আধাঁরে ভারত থেকে অবৈধভাবে ভারতীয় কয়লা,চিনি,মদ গাজাঁ দেশের ভেতরে নিয়ে আসত এবং দেশের ভেতর থেকে ও নানা পণ্য পাঠকত। এবং অন্যান্য চোরাকারবারীকের নিকট হতে বিপুল অংকের চাদাঁ আদায় করে আসছিল। এমন কোন অপকর্ম নেই যা আটককৃত রফ মিয়া করেনি। তার অত্যাচারে অতিষ্ট ছিল এলাকার সাধারন জনগন। সে গত কয়েক বছরে চোরাই পথে ভারতে থেকে ঐ সমস্ত অবৈধ পন্য দেশের ভেতরে এনে জিরো থেকে হিরো বনে গেছে বলে জানান স্থানীয় লোকজন। তার আটকের খবরে অনেকেই সন্তোষ প্রকাশ করছেন। তার বিরুদ্ধে তাহিরপুর থানায় একাধিক মামলা ও রয়েছে। এছাড়াও সিলেটে তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়। এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসমার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দিলোয়ার হোসেন রফ মিয়াকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আগামীকাল তাকে আদারতে হাজির করা হবে

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102