November 16, 2025, 6:48 pm
ব্রেকিং নিউজ

ট্রাম্পের অভিষেক মধ্যাহ্নভোজে অংশ নেবেন না ওবামা, বুশ ও ক্লিনটন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, January 16, 2025
  • 54 দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক মধ্যাহ্নভোজে অংশ নেবেন না সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। খবর এনবিসি নিউজের।ওবামা আমন্ত্রণ পেয়েছেন, তবে তাতে যোগ দিতে অস্বীকৃতি জানান বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। দ্বিতীয় সূত্র জানিয়েছে, ক্লিনটনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তিনি উপস্থিত থাকার পরিকল্পনা করছেন না। বুশের অফিস জানিয়েছে, তারা মধ্যাহ্নভোজের আমন্ত্রণে গুরুত্ব দিচ্ছে না।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনও অভিষেক মধ্যাহ্নভোজে আমন্ত্রণ পেয়েছিলেন, তবে তিনি এতে অংশ নেবেন না বলে বিষয়টির সঙ্গে তৃতীয় একটি সূত্র জানিয়েছে।

ট্রাম্পের ট্রানজিশন টিমের একজন মুখপাত্র অনুপস্থিতির বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

এদিকে মধ্যাহ্নভোজে অংশ না নিলেও তিন সাবেক প্রেসিডেন্টই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে তাদের দল জানিয়েছে। ওবামার কার্যালয় থেকে জানানো হয়েছে, মিশেল ওবামা ছাড়া সাবেক ফার্স্ট লেডিরাও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অভিষেক অনুষ্ঠানে সাধারণত যুক্তরাষ্ট্রের সাবেক জীবিত প্রেসিডেন্টরা উপস্থিত থাকেন। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেননি ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102