November 11, 2025, 5:42 pm
ব্রেকিং নিউজ

ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ২

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, October 25, 2025
  • 4 দেখা হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কে ট্রাক্টরের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে গোাবিন্দগঞ্জ উপজেলার নাকাই সড়কের ছত্রগাছা নামক এলাকায়।

নিহত এক নারীর নাম লিপা বেগম। অন্যজনের নাম জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, নাকাইহাট ছত্রগাছা গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য সুমন মিয়ার স্ত্রী নিহত লিপা বেগম গোবিন্দগঞ্জ বন্দরে পরিবারের কেনাকাটা করে নাকাইহাটমুখী সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। পথে ছত্রগাছা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি থেকে ছিটকে পড়ে লিপা বেগমসহ আরেক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিহত দুজনের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102